আজ সোমবার, ২৯শে আশ্বিন ১৪৩১, ১৪ই অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ নেতা গুলজারের দাফন সম্পূর্ণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আলিনগর মহল্লার বাসিন্দা গুলজার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ৩টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের খালঘাট কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মো. মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান রোকন, জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এর আগে মৃত্যুর খবর পেয়ে মরহুমের বাসভবনে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। এসময় তিনি মরহুমের পরিবারের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ