চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ভাতা ও সনদ বিতরণ
- ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:৫২:০৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেয়া ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সনদপত্র ও ভাতা হিসেবে ১৪ লাখ ১১ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়ে।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এছাড়া তিনি নতুনদের প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেনÑজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান।
আব্দুল মান্নান জানান, ইলেকট্রিকাল অ্যান্ড হাউজ ওয়ারিংয়ে প্রশিক্ষণ নেয়া ৩০ জনকে ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ১০০ টাকা, পোশাক তৈরিতে ২৫ জনকে ১ লাখ ৩৯ হাজার টাকা, মৎস্য চাষে ২৫ জনকে ৪৬ হাজার ৮০০ টাকা, যানবাহন চালানায় ৪০ জনকে ১ লাখ ৮৪ হাজার টাকা, ইলেকট্রনিকসে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়।
০ টি মন্তব্য