আজ শুক্রবার, ৪ঠা আশ্বিন ১৪৩১, ২০শে সেপ্টেম্বর ২০২৪

কালেক্টরেট শিশু পার্ক ও ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করলেন সচিব মোকাম্মেল হোসেন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের কালেক্টরেট শিশু পার্ক ও নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব  মো. মোকাম্মেল হোসেন। শনিবার (০৬ জুলাই) সকালে প্রথমে কালেক্টরেট শিশু পাকটি ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করে বলেছেন এই শিশু পার্কে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি শিশুদের চিত্তবিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে ইতিবাচক ভূমিকার রাখবে। 

পরে  তিনি জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে রাওতাড়া গ্রামে নির্মিত “ইলা মিত্র সংগ্রহশালা” পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ‘শেখ হাসিনা’ সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. জিয়াউল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ