আজ বৃহঃস্পতিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২১শে নভেম্বর ২০২৪

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৪ জুন ) সকাল ১০টায়  স্কাই ভিউ ইনন রেস্টুরেন্টের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 অগ্ৰণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আয়োজনে মতবিনিময় সভায় জেলায় পরিচালিত ৩৬টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগ্ৰণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ   অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলামের  সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্ৰণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ উপমহাব্যবস্থাপক/ জোনাল ম্যানেজার আবুল হাসনাত মোঃ নাজমুল কামাল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মসিউল করিম বাবু।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,  নারী উদ্যোক্তা খাদিজা খাতুন, শরিফা খাতুন ডেজি, আদিবা সুলতানা। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি  সকল ব্যাংকের ব্যবস্থাপকদের বলেন, আপনারা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবেন। গ্ৰাহকদেরকে সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করতে বলেন। 

উপস্থাপনায় ছিলেন অগ্ৰণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলের কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার নাজির হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অগ্ৰণী ব্যাংক পিএলসি সদর ঘাট শাখার প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ