আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মেহেদি হাসান

‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এই   স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) সকালে মেলার সমাপনী দিনে প্রধান অতিথি থেকে  পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুররুল হোদা। 

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ওবায়দুল হক, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সাল। 

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিজ্ঞান মেলার প্রধান বিচারক ড. মাহবুবুর রহমান, আব্দুল বারীসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল। 

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় আয়োজিত মেলায় ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করেন। এদের মধ্যে দুটি গ্রুপে ৫জন করে ১০জন পুরস্কার প্রদান করা হয়।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ