আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা বিয়ষক কর্মশালার সমাপনী

মেহেদি হাসান

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম এর পরিকল্পনা বিষয়ক তিনদিন ব্যাপী কর্মশালার  শেষ  হয়েছে। বুধবার (১২জুন) নবাবগঞ্জ টাউন ক্লাব  অডিটোরিয়ামে কর্মশালার সমাপনী দিনে  প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।  


প্রধান অতিথি তার বক্তব্যে জানান, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পরিকল্পনা বিশেষ করে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, দারিদ্রতা, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন মুখী সমস্যা এ  অঞ্চলের  মনিুষকে উত্তরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিশু সুরক্ষার জন্য এ বাজেটে বড় ধরনের সুবিধা প্রায় ১৩৬ রকম সোস্যাল সেইফটির ব্যবস্থা করেছেন। বর্তমান বিশ্বে আমাদের দেশের ছেলে- মেয়েরা ইউরোপের মার্কেটে প্রতিযোগিতা করে আউটসোসিং  করছে। ঝিনাইগাতির প্রত্যন্ত অঞ্চলে এক মেয়ে আউট সোসিং করে লাখ টাকা আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশার আলো জাগিয়েছেন তিনি উই, হাব প্রোজেক্ট এর মত বড় বড় প্রকল্প করেছেন সেই সাথে সারা দেশে ১৭ লাখ মানুষের আত্মনির্ভরশীলতার জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করেছেন।  এ জেলায় প্রায় ৫ হাজার লোককে আশ্রয়নের ঘর প্রদান করেছেন। সমস্যা থাকবে একে দূর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করছে সোনার বাংলাদেশ গড়ে তুলার জন্য।    

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্বপন মণ্ডল ।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপপরিচালক প্রোগ্রাম কোয়ালিটি করিম হাওলাদার, ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট এন্ড মনিটরিং পাটনারিং চৌধুরী তাশফিক ই হাবিব, প্রোগ্রাম কোয়ালিটি মোঃ জাহাবুল ইসলাম।  

তিনদিন ব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক,ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু ও যুব  ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ  করেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ