আজ বুধবার, ২৯শে কার্তিক ১৪৩১, ১৩ই নভেম্বর ২০২৪

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন

মেহেদি হাসান

‘স্মার্ট বাংলাদেশে দরকার, বিজ্ঞান শিক্ষার অধিকার’ এই  স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ। 

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় আয়োজিত মেলায় ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করেন। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুররুল হোদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, সহকারি প্রধান শিক্ষক মোহা. মোর্শাল। 

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক  মোস্তাফিজুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের প্রভাষক জোনাব আলী, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কোদালকাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ