আজ রবিবার, ২৪শে ভাদ্র ১৪৩১, ৮ই সেপ্টেম্বর ২০২৪

এডিবির প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

মেহেদি হাসান

সেচ প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা ,জয়বায়ু ও  দুর্যোগ প্রতিরোধে ক্ষুদ্র পরিসরে পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সেচ প্রকল্প পরিদর্শন করেছেন এডিবির প্রতিনিধি দল। সোমবার (১০ জুন) সকালে প্রতিনিধি দল দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এবং পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর বিভিন্ন সেচ প্রকল্প ও এডিবির চলমান বিভিন্ন কাজ করেন। 

প্রতিনিধি দলে ছিলেন, এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার  মিঃ মোঃ হানিফ আইয়ুবী, সোশাল ডেভেলোপমেন্ট অফিসার ( জেন্ডার) বিআরএম মিস তাহরিমা আহমেদ, সেইফ গার্ড অফিসার (বিআরএম)  মিসঃ কাজী আকমিলা, এসোসিয়েট প্রোজেক্ট এনালিস্ট (এডিবি)  মিসঃ সিনথিয়া প্যানক্রাশিয়া, প্রাজেক্ট এনালিস্ট (বিআরএম)  মিস্টার মোহাম্মদ সোহেল রানা, প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট পিপিএফডি  মিস্টার ইয়াংজোম, কান্ট্রি প্রোগ্রাম এনালিস্ট, (ইফাড) মিস মাসিয়াত চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজমেন্ট কনসাল্টেন্ট, (ইকাড)  মিস ম্যারিযলে জিমমার ম্যান, ইনফ্রাস্টাকচার কনসাল্টেন্ট, (ইফাড) মিস্টার মোঃ আবুল বাসার,  মিস ফারহানা উরমি, (ইফাড) সিনিযর পলিসি এডভাইজার (ক্লাইমেট চেঞ্জ), মেমবার গভরমেন্ট অব নেদারল্যান্ড   ডঃ মোঃ আসাদুজ্জামান,  প্রোজেক্ট ডিরেক্টর (সিডিআর এস এস ডবিøউ আর এমপি) শেখ মোঃ নুরুল ইসলাম, ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টটর  মোঃ জাকির হোসেন, সিনিযর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ সাখাওযাত হোসেন,  মোঃ শামসুল আরেফিন খান , এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ  মোঃ মোজাহার আলী প্রামানিক, সদর উপজেলা প্রোকৌশলী মোঃ সাদরুল ইসলাম। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ