আজ সোমবার, ২৯শে আশ্বিন ১৪৩১, ১৪ই অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেদি হাসান

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচী ২০২৩-২০২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে অনুর্ধ্ব-১৭ স্কুল বালকদের দিনব্যাপী হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় জেলা পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ এম কোরাইশি মিলু, নির্বাহী সদস্য মোঃ আজিজুল হক প্রমুখ। এ প্রতিযোগিতায় ৬ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় ভোলাহাটের দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে ১২-১৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদরের ফুলকুড়ি ইসলামিক একাডেমি পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে ট্রফি ও পুরষ্কার প্রদান করা হয়।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ