আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালতের ম্যানেজার ও সমন্বয়কারীদের মোটর সাইকেল প্রদান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সরকার,  ইউরোপিয়ান ইউনিয়ন  এর অর্থায়নে এবং ইউএনডিপি'র কারিগরী সহযোগিতায়  স্থানীয় সরকার বিভাগ,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ  জেলার     জেলা ম্যানেজার ও পাঁচ  উপজেলার উপজেলা সমন্বয়কারীগণকে প্রকল্পের কাজে ব্যবহৃত মটর সাইকেলের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মটর সাইকেলের চাবিগুলো  জেলা ম্যানেজার ও  উপজেলা সমন্বয়কারীগনের হাতে তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।  

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, সহকারী কমিশনার তৌফিক আজিজ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার আসাদুজ্জামান আসাদসহ অন্যারা।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ