মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এবং ইউএনডিপি'র কারিগরী সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ম্যানেজার ও পাঁচ উপজেলার উপজেলা সমন্বয়কারীগণকে প্রকল্পের কাজে ব্যবহৃত মটর সাইকেলের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মটর সাইকেলের চাবিগুলো জেলা ম্যানেজার ও উপজেলা সমন্বয়কারীগনের হাতে তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, সহকারী কমিশনার তৌফিক আজিজ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার আসাদুজ্জামান আসাদসহ অন্যারা।