আজ শনিবার, ১২ই শ্রাবণ ১৪৩১, ২৭শে জুলাই ২০২৪

গোমস্তাপুরে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা

মেহেদি হাসান

বাল্যবিয়ে ও  ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  ( ১৪ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার   চৌডালা জোহুর আহমেদ মিয়া  কলেজে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিসেফ ও ইউএসএইড সহযোগিতায় গোমস্তাপুর উপজেলা  প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্য  দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও । 

বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব। চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজের অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা রোভারের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবক আনসারুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা রোভারের যুগ্ন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত - দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিবাহ  ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। এসব বিষয়গুলো আমাদের কাটিয়ে উঠে বাল্যবিবাহ রোধ করতে হবে। এজন্য নারী পুরুষ উভয়েরই সচেতন হতে হবে। এছাড়াও বর্তমানে আমাদের সমাজে ডেঙ্গু দিনদিন বেড়ে চলছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহকে না বলেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ