আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানরে ৪৫তম শাহাদত বার্ষিকী পালতি

  • ১৬ই আগস্ট ২০২০ দুপুর ০১:৫৫:৪৭
  • নাচোল

News Desk

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জরে নাচোলে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানরে ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দবিস পালিত হয়েছে। শনিবার র্সূযদয়রে সাথে সাথে উপজলো প্রশাসন, উপজেলা পরিষদসহ সকল সরকারি ,  সেরকারি, স্বায়িত্বশাসতি শিক্ষা প্রতিষ্ঠান  ও বসেরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে জাতীর জনক মুজিবের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজলো পরিষদ মিলনায়তনে খালি গলায় গান ও অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও পুরস্কার বিতরণী। সকাল সাড়ে ১০টায় আলোচনাসভা ও যুব উদ্যোক্তাদরে মাঝে প্রকল্প ঋণ বিতরণ ও সুবিধামত সময়ে উপজলোর সকল মসজিদ, মন্দির ও র্গীজায় জাতির জনকরে আত্মার শান্তি কামনায় বিশেষ র্প্রাথনা করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা ও গত ১৩ আগস্ট বিভিন্ন বষিয়ের শ্রণেী ভিত্তিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজলো পরিষদের চয়োরম্যান আব্দুল কাদরে। এসময় উপজলো পরিষদের বিভিন্ন দপ্তররে র্কমর্কতাগণ বক্তব্য রাখনে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ