নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানরে ৪৫তম শাহাদত বার্ষিকী পালতি

News Desk

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জরে নাচোলে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানরে ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দবিস পালিত হয়েছে। শনিবার র্সূযদয়রে সাথে সাথে উপজলো প্রশাসন, উপজেলা পরিষদসহ সকল সরকারি ,  সেরকারি, স্বায়িত্বশাসতি শিক্ষা প্রতিষ্ঠান  ও বসেরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে জাতীর জনক মুজিবের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজলো পরিষদ মিলনায়তনে খালি গলায় গান ও অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও পুরস্কার বিতরণী। সকাল সাড়ে ১০টায় আলোচনাসভা ও যুব উদ্যোক্তাদরে মাঝে প্রকল্প ঋণ বিতরণ ও সুবিধামত সময়ে উপজলোর সকল মসজিদ, মন্দির ও র্গীজায় জাতির জনকরে আত্মার শান্তি কামনায় বিশেষ র্প্রাথনা করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা ও গত ১৩ আগস্ট বিভিন্ন বষিয়ের শ্রণেী ভিত্তিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজলো পরিষদের চয়োরম্যান আব্দুল কাদরে। এসময় উপজলো পরিষদের বিভিন্ন দপ্তররে র্কমর্কতাগণ বক্তব্য রাখনে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।