আজ শুক্রবার, ১৩ই বৈশাখ ১৪৩১, ২৬শে এপ্রিল ২০২৪

মামলার প্রতিবাদে রহনপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন

মেহেদি হাসান

স্থানীয় সরকার “পৌরসভা আইন” ২০০৯ এর “ইমারত নির্মাণ” ধারার বাস্তবায়ন করতে গিয়ে জনৈকা নাজমা বেগম কর্তৃক মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। সোমবার ১৪ই ফেব্রুয়ারি সকালে পৌর মেয়র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে মেয়র বলেন, ইমারত নির্মাণ পৌরসভার নিয়মিত কাজের অংশ। স্থানীয় সরকার “পৌরসভা আইন” ২০০৯ এর ৩৫(১) অনুযায়ী পৌরসভা কর্তৃক ইমারতের জায়গা এবং ইমারতের নকশা অনুমোদিত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি ইমারত নির্মাণ অথবা পূনঃনির্মাণ করতে পারিবে না। বাদিনীকে বারবার নোটিশ দেয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নির্মাণ কাজ চালিয়ে যান। ফলে পৌর কর্তৃপক্ষ তার নিকট থেকে নির্মাণ সামগ্রী জব্দ করে। মেয়র আরও বলেন, বিগত ১ (এক) বছরে পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা অতীতে হয়নি। তিনি সকল বাধা দূর করে পৌরসভা আইনের বাস্তবায়নে সকলের সহযোগিতা চান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়রসহ পৌর সচিব, কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু প্রমূখ। সংবাদ সম্মেলনে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ