রহনপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন-.রনজিত সভাপতি ঝংকার সম্পাদক
- 6 February 2021 00:42 AM
- গোমস্তাপুর
- ডেস্ক নিউজ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রহনপুর পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা র্কাযালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী মনতোষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যসচিব শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রণব কুমার পালস। এতে স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ডলার কুমার সাহা।
সম্মেলন শেষে রণজিত চক্রবর্তীকে সভাপতি ও শ্রী ঝংকার পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রহনপুর পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
০ টি মন্তব্য