আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ॥ গ্রাম লকডাউন

মেহেদি হাসান

করোনা ভাইরাস (কোভিড-১৯)’র উপসর্গ নিয়ে (জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হাসিমুদ্দিন এর ছেলে মোজাম্মেল হক (৬৫)। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি সোমবার রাত ৮ টার দিকে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর ওই গ্রামটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।


গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, মৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলায় দিন মজুর হিসেবে কাজ করতেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে গত সোমবার সকালে সেখান থেকে তার গ্রামের বাড়ি চৌডলা ইউনিয়নের পূর্ব সাহেব গ্রামে ফিরে আসেন এবং রাত সাড়ে ৮ টার দিকে মারা যান। ঘটনার পর থেকে সাহেব গ্রাম এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের সাথে উপজেলার অন্যান্য ইউনিয়নের সকল প্রকার যোগাযোগ সীমিত করা হয়েছে।


গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানান, বিলম্ব হওয়ায় ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে তার সাথে থাকা অপর ব্যক্তি একই এলাকার মৃত সমসের আলীর ছেলে ইমরান আলী ইরান (৫৫) এর নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে হোম কোয়ারেন্টাইন থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, বাড়ি এসে অসুস্থ ওই ব্যক্তি সোমবার রাতে মারা যায়। মঙ্গলবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ইতোমধ্যে ১০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলোজি বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও পাওয়া যায় নি। আজ মঙ্গলবার আরো ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯)’র উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

 
 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ