চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
- ৮ই জুন ২০২১ সকাল ১০:১৫:২৪
- শিবগঞ্জ
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালোপুর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে  পুলিশ  মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ 
স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে দুর্লভপুর ইউনিয়নের কালোপুর গ্রামে স্থানীয় লোকজন একটি ডোবায় এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে শিবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায় । এ ব্যাপারে থানার ওসি ফরিদ হোসেন জানান,
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে করা হয়েছে তবে নাম-ঠিকানা এখনো জানা যায়নি
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য