অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড
- ১৩ই জুন ২০২৪ রাত ১০:১০:৫৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের নদীর ধারে ও দেবীনগর ইউনিয়নের তরপাঘাটে অবৈধভাবে বালূ উত্তোলনের দায়ে বৃহস্পতিবার রাতে ৩জনকে তিন লক্ষ টাকা জরিমানা ও একজনকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গড়ের মাঠ এলাকার মো. সাইফুদ্দীনের ছেলে মো. শরিফুল ইসলাম (২০)। তাকে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই এলাকার মো. কোবাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৪) ও মো. মুস্তাকীনের ছেলে মো. রনি (৪৯)কে দুই লক্ষ
টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. বাবু (২০)কে বালমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন এইসব তথ্য নিশ্চিত করেছেন।
০ টি মন্তব্য