আজ শনিবার, ১৪ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া শোকেসিং

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে  উদ্ভাবনী আইডিয়া শোকেসিং  অনুুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে অংশ নিয়েছে  জেলার বিভিন্ন স্কুল, শিক্ষা অফিসের কর্মীরা। সোমবার (২৫ মার্চ)  সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রাইমারি  ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিছুৃর রহমানের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর  নেতৃৃত্বে আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইনোভেশনের বিকল্প  নেই। এ জন্য সরকার ইনোভেশনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এ ইনোভেশন  শোকেসিং এর উদ্দেশ্য হলো আমরা স্মার্ট এবং আধুনিক হব।  কোন নাগরিক  সেবা গ্রহণ করতে গিয়ে যাতে প্রতিবন্ধকতার কবলে না পরে  সেজন্য নতুন নতুন ইনোভেটিভ উপায়  বের করার জন্য এমন উদ্যোগ  নেয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রথমিক শিক্ষা অফিসার জেসের আলী, পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ ফরিদ উদ্দিন হায়দার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর উন নাহার রুবিনা।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ