আজ শনিবার, ১৪ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও যাকাতের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সারাদেশে ৫৬৪ টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করেছেন। বর্তমান সরকার ইসলাম শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম সবার কাছেই প্রশংসিত হয়েছে। আগামী দিনেও ইসলামের প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান। পরে, যাকাতের অর্থে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, চিকিৎসা, প্রতিবন্ধী, হাঁস-মুরগি পালন খাতসমূহে জেলায় ১৪৫ জনের মাঝে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ