চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
- ১২ই মার্চ ২০২৪ দুপুর ০২:২৪:২৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার।
অনুষ্ঠানে তিনিট গৃহহীন পরিবারেক বসতঘর, সাত শিক্ষার্থীকে বাইসাইকেল, ১ম থেকে ৫ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৫শ টাকা করে ১ লাখ ২৫ হাজার টাকা,৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ১লাখ ২০ হাজার টাকা এবং একাদশ হতে দ্বাদশ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫শ টাকা করে ৯৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
০ টি মন্তব্য