মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার তদারকি
- ১১ই মার্চ ২০২৪ রাত ১০:১২:৪৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং ভেজাল মুক্ত খাদ্য সরবরাহে বাজার তদারকি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
সোমবার (১১ মার্চ) বিকেলে নিউমার্কেট , কাঁচাবাজার, পুরাতন বাজার,মাছ, মাংসের দোকান , মুদি দোকান সহ বাজার পরিস্থিতি মনিটরিং করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম।
বাজার মনিটরিংকালে সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্যারের নিদের্শক্রমে বিভিন্ন মার্কেটে ভোক্তাদের সাথে কথা বলেছি এবং দোকান মালিকদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য আহ্বান জানিয়েছি।
এছাড়াও ব্যবসায়ীগণ যাতে সরকারী নির্দেশনা মেনে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে এবং জনগণ যাতে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য ক্রয় করতে পারে। সর্বোপরি রমজান মাসে যাতে জনগণের কষ্ট লাঘব হয় সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
০ টি মন্তব্য