আজ সোমবার, ১৬ই বৈশাখ ১৪৩১, ২৯শে এপ্রিল ২০২৪

প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর আওতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় পুরাতন স্টেডিয়ামে। সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরঁও। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। 

১৮টি ইভেন্টে জেলার ৫ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশসহ তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে প্রতি বছরের মতো এবারও এই প্রতিযোগিতার আয়োজন। শিশুদের আনন্দময় শৈশব নিশ্চিত করা, প্রতিটি শিশুকে মানুষের মতো মানুষ করা আমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিযোগিতা চালু করা হয় অনেক শিশু আজ খেলা ধুলায় পারদর্শী হয়ে জাতীয় খেলাধুলায় ভূমিকা রাখছে। তাই ক্লাসের পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা, বইপত্র পড়া, তাদের সুকুমার বৃত্তিগুলোর বিকাশ ঘটানোর জন্য আমাদের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ