চাঁপাইনবাবগঞ্জে ৫ গুণী শিল্পী-সংগঠন শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন
- ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জের ৩ গুণী শিল্পী, এক সৃজনশীল সংস্কৃতি গবেষক ও এক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসংগীতে শ্রী দিলীপ সরকার, লোক সংস্কৃতিতে (আলকাপ) মোঃ রেজাউল করিম (কালু), চারুকলায় লেখন বালা, সৃজনশীল সাংস্কৃতিক গবেষকে ড. ইমদাদুল হক মামুন ও সৃজনশীল আঞ্চলিক সাংস্কৃতিতে সংগঠন হিসেবে অবদান রাখায় উঠান।
সম্মাননা প্রদান উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য েেদন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ড. মোঃ ফারুকুর রহমান ফয়সল। পরে শিল্পীদের হাতে উত্তরীয়, ২০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
০ টি মন্তব্য