চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন
- ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:০২:৫০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইব্রাহীম খলিল (২৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড,২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৪ ফেব্রæয়ারী) বিকালে অতিরিক্ত দায়রা জজ-১ মো: রবিউল ইসলাম দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। দন্ডিত ইব্রাহীম রাজশাহীর গোদাগাড়ীর খয়রা গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: রবিউল জানান, ২০১৬ সালের ২৪ ফেব্রæয়ারী সদর উপজেলার কেন্দুয়া গ্রামের অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় ইব্রাহীম। এ ব্যাপাওে ওইদিন সদর থানায় মামলা করে র্যাবের পরিদর্শক রেজাউল করিম।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম ২০১৬ সালের ৩০ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।
০ টি মন্তব্য