আজ শুক্রবার, ৪ঠা আশ্বিন ১৪৩১, ২০শে সেপ্টেম্বর ২০২৪

চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম ২০২৪ পরীক্ষাথীদের বিদায়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের  চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম ২০২৪ পরীক্ষাথীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসা চত্বরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনওয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার  ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ মতিউর রহমান। 

প্রধান অতিথি আলহাজ¦ মোঃ মতিউর রহমান অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্য করে বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার । এ সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।  তোমরা এ মাদ্রাসার কৃতি ছাত্রÑছাত্রীরা আগামীতে ভাল ফলাফল করে দেশ ও জাতির সেবা করবে। আর তোমাদের ভাল ফলাফলের কারনে  এ প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে। নবাবগত ছাত্র-ছাত্রীদের জন্য প্রধান অতিথি বলেন, তোমরা এ প্রতিষ্ঠানে নবাগত তোমাদের সুশিক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তোমাদের যেকোন সমস্যা হলে তোমরা শিক্ষকদের সাথে সবসময় শেয়ার করবে।    


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ