আজ বৃহঃস্পতিবার, ১৯শে বৈশাখ ১৪৩১, ২রা মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় মো.হারুন (২১) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড,সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৭ ফেব্রæয়ারী) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। হারুন সদর উপজেলার রামচন্দ্রপুর হাট গ্রামের আব্দুল ওহাবের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর আসামীর বাড়িতে  অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এক দল সদস্য। অভিযানে আসামীর ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া গেলে সে অভিযানের সদস্যদের উপর হামলা করে পালিয়ে যায়। পরে সে  ২০২০ সালের ৪ অক্টোবর আত্মসমর্পণ করে। এ ঘটনায় অভিযানের দিনই সদর থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রায়হান খান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমমান মামলার অভিযোগপত্র জমা দেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ