আজ বুধবার, ২৯শে কার্তিক ১৪৩১, ১৩ই নভেম্বর ২০২৪

শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার কানসাট-ভোলাহাট সড়কের মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কানসাট- ভোলাহাট সড়কের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২), একই গ্রামের মো. গুদু আলীর ছেলে মিলন (২৫), এবাদুল হকের ছেলে মো. সানাউল (১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি (১৯), মো. ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।

ওসি তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আজ রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ