আজ বৃহঃস্পতিবার, ১৯শে বৈশাখ ১৪৩১, ২রা মে ২০২৪

জেলা শিল্পকলায় ৩ দিনব্যাপী পিঠা মেলা শেষ হলো

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পিঠা মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই পিঠা মেলা গত ৩১ জানুয়ারি শুরু হয়ে  শুক্রবার শেষ হয়। 

এই উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংগঠনের ১১টি স্টল অংশগ্রহণ করে। এতে প্রথম হয়েছে বালুগ্রাম আদর্শ কলেজ, দ্বিতীয় হাঁরঘে হ্যাইসাল, উইমেন কল সেন্টার, শাহ নেয়ামতুল্লাহ কলেজ ক্যাম্পাস এবং তৃতীয় হয়েছে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়।

গতকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রফেসর ড. এ.এইচ.এম. তাহমিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা। 

সঞ্চালনায় ছিলেন, বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ