আজ শুক্রবার, ১৯শে বৈশাখ ১৪৩১, ৩রা মে ২০২৪

জাতির উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিহার্য -জসীম উদ্দীন হায়দার

মেহেদি হাসান

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। জাতির উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিহার্য । একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার  পেছনে বাবা-মার  চেয়ে শিক্ষকের অবদান  কোনো অংশে কম নয়।  তোমরা পৃথিবী সম্পর্কে বুঝতে  শেখো শিক্ষকদের কাছে।  আমরা যদি শিক্ষকদের মূল্যায়ন না করি, শিক্ষকদের মযার্দা সম্পর্কে সচেতন না হই তাহলে সুশিক্ষিত সমাজ গড়ে  তোলা সম্ভব হবে না । আজকে  তোমরা যারা এখানে শিক্ষার্থী  তোমরা অবশ্যই  মনে প্রাণে শিক্ষকদের  শ্রদ্ধা  করবে ।  শিক্ষকের প্রতি ভালবাসা আমরন  বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) জসীম উদ্দীন হায়দার।  রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ   পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক ও  শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন। 

জসীম উদ্দীন হায়দার শিক্ষকদের উদ্দেশ্য বলেন ছাত্র-ছাত্রীদের ভালভাবে মনযোগ সহকারে পড়াশুনা করাতে হবে। ভাবতে হবে প্রতিটি শিক্ষার্থী নিজের সন্তানের মত। কারণ আপনাদের সন্তানেরাও পড়াশুনা করে। যখন আপনি শিক্ষার্থীদের ভালভাবে পড়াশুনা করাবেন  দেখবেন আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী  বেড়ে যাবে।   

বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ তাছমিনা খাতুন, সহকারী কমিশনার  (ভূমি) নাঈমা খাতুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এতাহার আলীসহ বিদ্যালয়র সহকারী শিক্ষকবৃন্দ।   


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ