আজ শুক্রবার, ১৯শে বৈশাখ ১৪৩১, ৩রা মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমনের জন্য এডাপ্ট এডুকেশন কনসালটেন্সি

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমনের জন্য  এডাপ্ট এডুকেশন কনসালটেন্সির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ের ম্যাংগো টাওয়ারে  এডাপ্ট এডুকেশন কনসালটেন্সির উদ্বোধন করা হয়। 

এডাপ্ট এডুকেশন কনসালটেন্সি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্বনাম ধন্য লিংকন ইউনিভার্সিটি কলেজের  ব্যবসা এবং হিসাব বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন, প্রফেসর ড. অভিজিৎ ঘোষ। প্রধান অতিথি তার বক্তব্যে উচ্চ শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানটির পাশে থাকার পাশাপাশি উত্তরোত্তর সফলতা কামনা করেন । বহিরবিশ্বে উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠানটি  এক নতুন দ্বার উন্মোচিত হলো সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমনুরা হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  মোহাম্মদ সারওয়ার আলম,  বিএম কলেজের  অধ্যাপক নুরুল হুদা ,শহীদ স্মৃতি ডিগ্ৰি কলেজের অধ্যাপক রুবেল ইখতিয়ারুল হক, রবিউল আউয়াল প্রমুখ। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ