আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ই মে ২০২৪

মজুত চাল অতিরিক্ত মুল্যে বিক্রি : মনজুর অটো রাইস মিলকে ৫০হাজার টাকা জরিমানা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  কয়েকটি অটো রাইস মিলে ঝটিকা অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় মজুতকুত কম মূল্যের চাল বাড়তি মূল্যে বিক্রির দায়ে মেসার্স মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চালের মূল্য কমাতে মিলগুলোকে সতর্ক করা হয়েছে।

গতকাল শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি.দা.) মো. মাসুম আলী এই দণ্ড প্রদান করেন। 

অভিযানে উপস্থিত থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি অটো রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় আগের উৎপাদিত চাল মজুত রেখে বর্তমানে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মেসার্স মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য মিলগুলোতে সতর্ক করা হয়েছে। 

অভিযানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহিম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ