আজ শনিবার, ২২শে চৈত্র ১৪৩১, ৫ই এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর কম্বল বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ৪শ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (১০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেড’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন ৯ বীর (মেকানাইজড)’র অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান।

সেনাবাহিনীর সদর দপ্তরের ১১ পদাতিক ডিভিশন এবং ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) এই কম্বল বিতরণের আয়োজন করে। বিতরণকালে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ জনসেনামূলক নানাবিধ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এই কম্বল বিতরণ করা হলো।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ