অবসরে গেলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন
- ১০ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:২৪:২৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন। বুধবার (১০ জানুয়ারি) তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলানায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দরা তার কর্মকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রফেসর মনোয়ারা খাতুনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌর এলাকায়। তিনি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্স ও ১৯৮৭ সালে মাষ্টার্স করেন। ১৯৯৩ সালে ১৪তম বিসিএস পাশ করে চাকরি জীবনে প্রবেশ করেন। ১৯৯৩ সালে নাটোর জেলার এনএস কলেজে লেকচারার হিসাবে যোগদান করেন । তিনি রাজশাহী কলেজ, রাজশাহী মহিলা কলেজ, সিটি কলেজ,নবাবগঞ্জ সরকারি কলেজে চাকুরি করেছেন।
০ টি মন্তব্য