আজ শনিবার, ২২শে চৈত্র ১৪৩১, ৫ই এপ্রিল ২০২৫

চরঅনুপনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে জরিমানা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর এলাকায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার  মো. মেজাদুর রহমান। 

সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন জানান, চরঅনুপনগর এলাকায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মো. মেজাদুর রহমান নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ