চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- ৯ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৭:২৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদ্যাপন হয়েছে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশসাকের কার্যালয়ের সামনে উত্তোলন করা হয়। এর পর শহিদ স্মৃতি নাম ফলকের পাদদেশে মানববন্দন শেষে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু,সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফকরুল আবেদীন হিমেল। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং সূচনা বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদসহ জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
০ টি মন্তব্য