মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে প্রকাশিত খবরের প্রতিবাদ
- ৮ই মার্চ ২০২১ রাত ১২:৩৩:৩১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মৌজায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে শিরোনামে চাঁপাই বার্তা, একুশে সংবাদ, বাংলাদেশের কণ্ঠস্বর, যুগান্তর টাইমস্ , আমার চাঁপাই ও সামাজিক যোগাযোগ মাধ্যম চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনে প্রকাশিত সংবাদটি পুরোটাই মিথ্যা ভিত্তিহীন।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মৌজায় যে বালুমহলটি রয়েছে সেটি সরকার ঘোষিত বৈধ বালুমহল এবং এ বালু মহলের সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হয়।
উপরে বর্নিত অনলাইন গুলোতে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা একটি মহলের স্বার্থে ব্যঘাত ঘটায় ও সরকার ঘোষিত বৈধভাবে বালু ইজারা নেয়া ব্যবসায়ীগণকে হেয়প্রতিপন্ন ও মানহানি করতে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে।
এর আগেও কিছু স্বার্থনেসী মহল বৈধ বালু মহলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমি ইজারাদার বাদল আলীসহ আমরা সকলে উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। ৭ মার্চ রোববার জাগোবার্তায় প্রতিবাদলিপি টি পাঠায় ইজারাদার।
ইজারাদার
মো. বাদল আলী
বালিয়াডাঙ্গা শ্রীরামপুর বালুমহল
চাঁপাইনবাবগঞ্জ।
০ টি মন্তব্য