মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে প্রকাশিত খবরের প্রতিবাদ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মৌজায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে শিরোনামে চাঁপাই বার্তা, একুশে সংবাদ, বাংলাদেশের কণ্ঠস্বর, যুগান্তর টাইমস্ , আমার চাঁপাই ও সামাজিক যোগাযোগ মাধ্যম চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনে প্রকাশিত সংবাদটি পুরোটাই মিথ্যা ভিত্তিহীন।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মৌজায় যে বালুমহলটি রয়েছে সেটি সরকার ঘোষিত বৈধ বালুমহল এবং এ বালু মহলের সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হয়।

উপরে বর্নিত অনলাইন গুলোতে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা একটি মহলের স্বার্থে ব্যঘাত ঘটায় ও সরকার ঘোষিত বৈধভাবে বালু ইজারা নেয়া ব্যবসায়ীগণকে হেয়প্রতিপন্ন ও মানহানি করতে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে।

এর আগেও কিছু স্বার্থনেসী মহল বৈধ বালু মহলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমি ইজারাদার বাদল আলীসহ আমরা সকলে উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। ৭ মার্চ রোববার জাগোবার্তায় প্রতিবাদলিপি টি পাঠায় ইজারাদার।


ইজারাদার

মো. বাদল আলী

বালিয়াডাঙ্গা শ্রীরামপুর বালুমহল

চাঁপাইনবাবগঞ্জ।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।