আজ বৃহঃস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধকরণ র‌্যালি

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষে  উদ্বুদ্ধকরণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  মুজিব বর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসচির আওতায় এই র‌্যালির আয়োজন করে পৌরসভা। 

রোববার সকাল ১০ টায় পৌরসভা চত্বরে র‌্যালির উদ্বোধন করেন পৌর মেয়র  মোহাম্মদ নজরুল ইসলাম। র‌্যালিটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, দিনের বেলায় বাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা রাস্তায় না ফেলে রাতে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ফুটপাত বা রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করা যাবে না। এছাড়া ফুটপাত বা রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না। অবৈধ স্থাপনা, শহরের বিভিন্ন রাস্তায় বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ করা হবে।  আগামী ২ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করা না হলে পৌরসভা অপসারণ করবে। এ শহর আপনার আমার, তাই আসুন আপনাদের সহযোগিতায় এ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তুলি। 

এ-সময় পৌর সচিব মামুন-অর-রশিদ একাউন্টস অফিসার আহসান হাবীবসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ