আজ শনিবার, ৭ই বৈশাখ ১৪৩১, ২০শে এপ্রিল ২০২৪

আলোড়ন সৃষ্টি ক‌রেছে লাল তীর সীড লি‌মি‌টে‌ডের, হাই‌ব্রিড গো‌ল্ডেন-১ জাতের ধান

  • ১৬ই মে ২০২২ সন্ধ্যা ০৭:৫০:২৫
  • নাচোল

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার না‌চোল উপজেলার ইটলা গ্রামে উচ্চফলনশীল জাতের হাই‌ব্রিড ধান গো‌ল্ডেন-১ কর্তন উপলক্ষে‌ "মাঠ দিবস" অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬ মে) বিকালে লাল তীর সীড লিমিটেড এ মাঠ দিবসের আয়োজন করে। এতে কৃষি বিভাগের কর্মকর্তাসহ শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন।

এসময় মাঠ দিবসে সংক্ষিপ্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন, না‌চোল উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো, গোলাম মতুর্জা, মু‌ক্তি রা‌নি দাস, কটন ইউ‌নিট অ‌ফিসার, বিশ্ব‌জিৎ বর্মন, , রি‌জিওন‌্যাল সেলস ম্যানেজার মো. র‌ফিকুল আলম, জু‌নিয়র অ‌ফিসার, মো, রস্তুম অালী প্রমুখ।

 বক্তারা বলেন, উচ্চফলশীল জাতের এই ধান আউশ, আমন ও বোরো মৌসুমে আবাদ করা যায়, এটি অন্য হাই‌ব্রিড ধানের তুলনায় কম খরচে ফলন অনেক বেশি পাওয়া যায়। রোগ এবং পোকার আক্রমণ কম। ঝড় বাতাসে সহজেই হেলে ও ঝড়ে পড়ে না এবং অাগাম কাটা যায়। লাল তীর সীড লি‌মি‌টে‌ডের, বীজ বিক্রেতা, ডিলার, রিটেইলার এবং কৃষক সূত্র‌ে জানা য়ায় যে, এই মৌসু‌মে অত্র মা‌ঠের ম‌ধ্যে গো‌ল্ডেন-১ জা‌তের ধা‌নের ফলন অনেক ভালো হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ