আজ বুধবার, ১৯শে চৈত্র ১৪৩১, ২রা এপ্রিল ২০২৫

নাচোলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার দায়ে সার ব্যবসায়ীকে অর্থদন্ড

  • ২৮শে মার্চ ২০২২ রাত ১১:৪৪:২৪
  • নাচোল

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার অপরাধে এক সার ব্যবসায়ী কে অর্থদন্ড প্রদান করেছেন  ভ্রাম্যমান আদালত। দন্ডিত ব্যক্তি হচ্ছে নাচোল উপজেলার মাঠ পাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে তরিকুল ইসলাম (মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্স এর মালিক)। সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যার পর থেকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উপজেলা পোষ্ট অফিসের সামনে (মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্স) বিএডিসি স্যার ব্যবসায়ী তরিকুল ইসলামের সারের গোডাউনে অভিযান পরিচালনা করে  অবৈধভাবে মজুদ করা চার হাজার বস্তা (২ মেট্রিক টন)  ইউরিয়া সার জব্দ করেন।

পরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট  শরিফ আহম্মেদ অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে (মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্স)কে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে তাকে আগামিকাল বুধবারের মধ্যে মজুদকৃত সার বাজারজাত করার জন্য নির্দেশ দেন। একই সাথে তরিকুল ইসলামকে ওএমস এর মাল অন্যত্র গোডাউনে রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ