নাচোলে ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষে গরু, ভ্যান ও দোকানের সামগ্রী বিতরণ
- ৯ই নভেম্বর ২০২০ বিকাল ০৫:০৬:১৯
- নাচোল
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব বর্ষ উপলক্ষে ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্পে গরু, ভ্যান ও দোকানের সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে গরু, ভ্যান ও দোকানের সামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা সমাজ সেবা অফিসার আলগালিবসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের অর্থায়নে উপজেলার ৪ জন ভিক্ষুককে ১টি করে গরু, ৪ জনকে ১টি করে অটো চালিত ভ্যান, ১ জনকে মুদি দোকান ও ১জনকে কাপড়ের দোকান করার জন্য কাপড় প্রদান করা হয়েছে। সেই সাথে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল, ১টি শাড়ি কাপড় ও দুপুরের খাবার প্যাকেট প্রদান করা হয়েছে।
পরে জেলা প্রশাসক মুজিব শতবর্ষ উপলক্ষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে জমি-বাড়ি কিছুই নেই এমন পরিবারের মাঝে ২০০টি বাড়ি নির্মাণের শুভ উদ্বোধন করেন।
০ টি মন্তব্য