আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

নাচোলে কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ

  • ৩১শে আগস্ট ২০২০ বিকাল ০৫:০৫:১৯
  • নাচোল

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাঝে খরিফ-২ মৌসুমে মাসকলাই এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনার মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ মেসামবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।

এসময় নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

খরিফ-২ মৌসুমের ২০২০-২০২১অর্থ বছরে উপজেলার ৪ ইউনিয়ন ও নাচোল পৌর এলাকার ২শ’ ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫কেজি করে মাস কলাই এর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ