নাচোলে ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় ত্রান বিতরণ
- ১৭ই মে ২০২০ সকাল ০৯:৩৪:২৭
- নাচোল
News Desk
নিজস্ব প্রতিবেদক : ইউ কে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর আর্থিক সহযোগিতায় চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১হাজার ২শ ২টি পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা (চাউল) প্রদান করা হয়েছে। ইউ কে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ তাদের প্রধান কার্যালয় এর কর্মকর্তার বেতন ও বাংলাদেশ ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর কর্মকর্তাদের বেতনের অর্থের বিনিময়ে নাচোল উপজেলায় এই ত্রাণ বিতরণ করেন।
বৃহস্পতিবার উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়। ত্রাণ বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, এসোডো’র নিবাহী পরিচালক রবিউল আলম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ এসোডোর কর্মকর্তা কর্মচারী ও আদিবাসী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ট্রেডক্র্যাফ্ট ও এসেডো সংস্থা কর্তৃক মুক্তি প্রকল্প ২০১৯ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ১২০২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণসহ আর্থিক সহযোগীতার কাজ করে যাচ্ছেন ।
০ টি মন্তব্য