আজ সোমবার, ২৯শে আশ্বিন ১৪৩১, ১৪ই অক্টোবর ২০২৪

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন হাবিবুর রহমান

মেহেদি হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ শাখায় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়। পরে গত বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক হাবিবুর রহমান উপাচার্য হিসেবে যোগদান করেন।

অধ্যাপক হাবিবুর রহমান ১৯৭২ সালে প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে যোগদান করেন। পরে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্বে পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ, অনুষদ প্রধান, সিন্ডিকেট সদস্য, ফিন্যান্স কমিটিতে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক হাবিবুর রহমান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ