চাঁপাইনবাবগঞ্জে গণিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ১লা জুন ২০২০ রাত ০২:৫৬:২২
- শিক্ষাঙ্গন
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে গণিত প্রতিযোগিতার পুৃরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা গণিত সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি, কোষাধ্যক্ষ আবু বাক্কার সিদ্দিক, সদস্য নিয়ামত আলী ডালিম, মাইনুল ইসলাম, কামরুজ্জামান বুলবুল, শামসুল হক, শহিদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
০ টি মন্তব্য