আজ শনিবার, ১৪ই পৌষ ১৪৩১, ২৮শে ডিসেম্বর ২০২৪

বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে গার্ল ইন স্কাউটকে ভূমিকা রাখতে হবে - জেলা প্রশাসক

মেহেদি হাসান

বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে গার্ল ইন স্কাউটকে ভূমিকা রাখতে হবে। স্কাউট মানে সদা প্রস্তুত, স্কাউটিং কখনো কাউকে খারাপ পথে ধাবিত করেনা। তাই মৌলিক পড়াশুনার পাশাপাশি স্কাউটিং করে সমাজের কল্যান বয়ে আনতে হবে। শুধু পুথিগত বিদ্যা অর্জন না করে সার্বিক শিক্ষা অর্জন করতে হবে। গার্ল ইন স্কাউটিং ও একটি সুন্দর শিক্ষা বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। রোববার দুপুরে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১ম গার্ল ইন স্কাউট ডে ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস্ এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, জেলা স্কাউটস্ এর সম্পাদক মোঃ গোলাম রশিদসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গার্ল-ইন স্কাউট শিক্ষক ও গার্ল ইন স্কাউসের প্রায় ৪০০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরো জানান, মুজিব বর্ষ উপলক্ষে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। আগামী একবছর আমরা ভালভাবে সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবো।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ