আজ বৃহঃস্পতিবার, ১২ই পৌষ ১৪৩১, ২৬শে ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু

মেহেদি হাসান

নিজস্ব প্রতিদবেদক : চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে । শুক্রবার বিকেল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইভ ম্যাংগো মিউজিয়ামের আমবাগানে রানী সমৃদ্ধি ও বৃন্দাবন জাতের আম পেড়ে আম পেড়ে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমপারার উদ্বোধন হওয়া মানেই মানুষ বুঝবে সারাদেশে আম বাজারে এসে গেছে।  বর্তমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম ভোক্তার কাছে পৌছে দিতে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও বাজারজাত করছেন সংশ্লিষ্টরা। আম পাড়া বাজারজাত ও  পরিবহনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না।   আম সরবরাহের ক্ষেত্রে কোন সমস্যা হলে জেলা প্রশাসন সবসময় বাজার তদারকি করবে। এ জেলার আমের যে সুনাম রয়েছে তা আপনাদেরই ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সহধর্মীনি নাহিদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী শেখ, শিবগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, আম ব্যবসায়ী, ইজারাদার ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মোঃ মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম খান, কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের  সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু প্রমুখ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ