আজ বৃহঃস্পতিবার, ১২ই পৌষ ১৪৩১, ২৬শে ডিসেম্বর ২০২৪

শিবগঞ্জ পৌর নির্বাচনে নৌকার পক্ষে জেলা যুবলীগের গণসংযোগ

মেহেদি হাসান

আসন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে মিছিল ও পথসভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ। রোববার বিকেলে উপজেলা যু্বলীগের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক সৈকত জোয়াদ্দার, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে পথসভায় মিলিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তোসিকুল ইসলাম টিসুর সভাপতিত্বে ও নির্বাচন কমিটির আহবায়ক রবিউল ইসলাম নয়ন খানের সঞ্চালনায় জেলা-উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা- আগামী ১৪ ফেব্রুয়ারী নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এতে কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ